• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

টুইটারের ভারতীয় কর্তাকে ধরে নিয়ে গেল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২১, ১০:২০
টুইটারের ভারতীয় কর্তাকে ধরে নিয়ে গেল পুলিশ
মণীশ মাহেশ্বরী - পুরনো ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ভারতীয় প্রধান মণীশ মহেশ্বরীকে মঙ্গলবার আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। টুইটারে বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্য তাকে আটক করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।

ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরপরই তাকে আটক করা হয়।

এর আগে টুইটারের অধীনে ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের একটি মানচিত্র দেখা যাচ্ছিল। সেই মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আলাদা দেশ হিসাবেই দেখানো হচ্ছিল ভারতের একেবারের উত্তরের ওই অংশকে।

প্রসঙ্গত, ভারতের নতুন ডিজিটাল আইন নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরেই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছে মোদি সরকার। এরই মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক।

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh