• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টিতে বালি সরে যেতেই বেরিয়ে পড়লো সারি সারি লা'শ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২১, ১২:৪৯
বৃষ্টিতে বালি সরে যেতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ
সংগৃহীত ছবি

প্রতিবেশী দেশ ভারতের রাজ্য উত্তরপ্রদেশ ও বিহারে সম্প্রতি দেখা গেল মর্মান্তিক এক ছবি। নদীর ধারে বালির নীচ থেকে উঠে আসছে সারি সারি লাশ।

সেগুলো আবার বালির উপরে গেরুয়া কাপড়ে ঢাকা। বর্ষাকাল আসতে না আসতেই বালি আলগা হয়ে বেরিয়ে পড়ল ওই সব লাশ। যাদের কারো কারো মুখে লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। কারও হাত আবার গ্লাভসে ঢাকা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, উত্তরপ্রদেশের এলাহাবাদে বর্ষায় গঙ্গার পানিস্তর বাড়তেই ভেসে উঠছে একের পর এক লাশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০টি লাশ ভেসে উঠতে দেখা গেছে নদীতটে।

সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়তেই সেখান থেকে লাশগুলোকে সরানোর চেষ্টা শুরু করে দেয় প্রশাসন। আসলে যথাযথভাবে সৎকার বা কবল না দিয়ে মরদেহগুলোকে বালিচাপা দিয়েছিল যোগী আদিত্যনাথের প্রশাসন।

কিন্তু বর্ষা আসতেই বিপত্তি বাড়ে। বৃষ্টির পানিতে বালি সরতেই সেই লাশগুলো দেখা যেতে থাকে। খবর পেয়েই ঘাটে ছুটে যায় পৌরপ্রশাসনের কর্মীরা। তড়িঘড়ি লাশগুলোর সৎকার করার ব্যবস্থা করে তারা।

সূত্র : এনডিটিভি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh