• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গলে ছিলেন ৪১ বছর, পৃথিবীতে নারী আছে জানতেনই না তিনি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২১, ১৪:৩৭
'Real-life Tarzan' lived in jungle for 41 years and had 'no idea' women exist
সংগৃহীত

বাবা ও ভাইয়ের সঙ্গে ৪১ বছর জঙ্গলে কাটিয়েছেন তিনি। পৃথিবীতে যে নারী আছে, সেটা জানতেনই না তিনি! শুনতে অবাক লাগলেও এমনটা ঘটেছে। তাই ভিয়েতনামের ওই ব্যক্তিকে ‘বাস্তবের টারজান’ বলা হচ্ছে। খবর টাইমস নাউ নিউজের।

ভিয়েতনাম যুদ্ধ চলাকালে ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের ফেলা একটি বোমার আঘাতে হো ভান ল্যাং নামে ওই ব্যক্তির মা ও দুই ভাইবোন মারা যায়। এরপরই বাবা ও ভাইয়ের সঙ্গে কুয়াং এনগাই প্রদেশে তে ত্রা জেলার গভীর জঙ্গলে বসতি গড়ে তোলেন তিনি।

গত চার দশকে তারা মাত্র পাঁচজন মানুষকে দেখেছে এবং প্রতিবারই তারা ওই ব্যক্তিদের থেকে পালিয়ে গেছে।

আরও পড়ুন... ক'রোনার ভয়ে নিজের শিশুকে কুপিয়ে হ'ত্যা করলো মা!

এই দীর্ঘ সময় তারা মধু, ফলমূল এবং বন্য প্রাণী খেয়েছেন। জঙ্গলের মধ্যেই ঘর তৈরি করে সেখানে থেকেছেন তারা।

২০১৫ সালে আলভারো সেরেজো নামের একজন ফটোগ্রাফার ওই পরিবারকে খুঁজে বের করে। পরে তাদের ‘উদ্ধার’ করে স্থানীয় একটি গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে নারীরা বাস করে।

আরও পড়ুন...অর্থবছর শেষ, তাই কিছু অফিস খোলা থাকবে সীমিত পরিসরে

সেরেজো বলেন, ল্যাংয়ের বাবার মনে মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। তিনি বিশ্বাসই করতে পারেননি যে ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি ঘটেছে। তিনি বলেন, তারা দূর থেকে কাউকে দেখলে পালিয়ে যেতো। ল্যাং এখনও নারী ও পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য জানে না বলেও জানান সেরেজো।

ল্যাংয়ের ভাই ত্রি তাকে ‘পুরুষের শরীরে শিশু’ বলে বর্ণনা করেছেন। ল্যাং ‘সমাজের মৌলিক অনেক কিছুই’ বুঝতে পারে না।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির দায় নিয়ে ভিয়েতনাম প্রেসিডেন্টের পদত্যাগ
ভিয়েতনামে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন
ভিয়েতনামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ ভিয়েতনামের
X
Fresh