• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেক্সিকো দেয়াল নির্মাণ ইস্যুতে পিছু হটলেন ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৭, ১৫:০৮

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ নিয়ে পিছু হটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বাজেট পাস করানো নিয়ে জটিলতা এড়াতেই দেয়াল নির্মাণ পরিকল্পনা থেকে আপাতত সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি। তার উপদেষ্টা কেলিয়ান কোনওয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কোনওয়ে জানান, শুক্রবারের মধ্যে অবশ্যই বাজেট পাস হতে হবে। আর দেয়াল নির্মাণের জন্য তহবিল সংগ্রহের বিষয়টি তাই এখনই এড়িয়ে যাওয়া হতে পারে।

তবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে কোনওয়ে আরো বলেন, চলতি সপ্তাহেই দেয়াল নির্মাণের জন্য তহবিল চাওয়া হচ্ছে না। তবে এখনও এটি প্রেসিডেন্টের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

মেক্সিকোর অর্থে দেয়াল নির্মাণের বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম। ট্রাম্প এজন্য বাজেটে দেড় মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেছিলেন।

ডেমোক্র্যাটরা আগেই সতর্ক করেছেন, দেয়াল নির্মাণের বিষয়ে তহবিল সংগ্রহের যে কোনও প্রস্তাব তারা আটকে দেবেন।

সোমবার রাতে এক ব্যক্তিগত বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছরের শেষ নাগাদ তিনি দেয়াল নির্মাণে অর্থায়ন শুরু করবেন।

হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা রেইন্স প্রিয়েবাস জানান, ট্রাম্প দেয়াল নির্মাণের বিষয়টি থেকে সরে আসাটা ডেমোক্র্যাটদের জন্য এক বিস্ময়।

তবে ট্রাম্প যে দেয়াল নির্মাণ থেকে সরে আসেননি, সে সম্পর্কে মঙ্গলবার সকালে এক টুইটার বার্তায় তিনি বলেন, ভণ্ড সংবাদমাধ্যমের কথায় কান দেবেন না যে, আমি দেয়াল নির্মাণের বিষয়ে নিজের অবস্থান থেকে সরে এসেছি। এটা নির্মিত হবে, আর তা মাদক ও মানব পাচার বন্ধে সহায়ক হবে।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh