• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৮:৪৮
4 in UP die after inhaling toxic gas released by dung cakes
সংগৃহীত

গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের। ভারতের উত্তরপ্রদেশের রাজপুর কেসারিয়া গ্রামের একটি সিমেন্টের গুদাম থেকে ওই ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপার পবন কুমার বলেছেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গোবরের কেকের গ্যাস থেকেই তাদের মৃত্যু হয়েছে। তিনি জানান, ওই বেজমেন্টে অর্ধ-শুকনো গোবরের কেক রাখা ছিল। সেগুলো থেকে বিষাক্ত গ্যাস বের হয়। যা নিঃশ্বাসের মাধ্যমের তাদের পেটে ঢুকে এবং তার দমবন্ধ হয়ে মারা যায়।

পুলিশ জানায়, সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। রাজেন্দ্র, তার দুই ছেলে হরকেশ এবং প্রীতম এবং তাদের চাকর রমেশসহ তারা ওই আন্ডারগ্রাউন্ড সিমেন্ট স্টোর কাজ করছিল, তখনই এ ঘটনা ঘটেছে।

রাত ১১টার দিকে রাজেন্দ্রের স্ত্রী তাদের ডাক দেয়। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ খুঁজে পায়।

পবন কুমার জানান, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহগুলো। আর ফরেনসিক বিশেষজ্ঞরা এ ঘটনা খতিয়ে দেখছেন। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
যেভাবে অগ্নিকাণ্ডে নিজেকে ধোঁয়া থেকে রক্ষা করবেন
X
Fresh