• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাবার মোবাইল ফোন পেয়ে ১০০ বাটি নুডুলস অর্ডার, যা করলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৭:৫২
Three-year-old in China accidentally orders 100 bowls of noodles
সংগৃহীত

তিন বছরের এক শিশু ভুল করে ১০০ বাটি নুডুলস অর্ডার করে। বাবার মোবাইল ফোন ব্যবহার করে ওই অর্ডার করে সে। এ ঘটনা ঘটেছে চীনের জিলিনে। খবর মালয় মেইলের।

জানা গেছে, ওই শিশুর বাবা প্রথমে ভেবেছিল তার মেয়ে এতগুলো নুডুলস জিতেছে। কিন্তু মোবাইল ফোন চেক করার পর তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখেন যে, তার মেয়ে ভুলে ১০০ বাটি নুডুলসের অর্ডার দিয়েছে।

এত বাটি নুডুলস কেন অর্ডার দিয়েছে, জানতে চাইলে তার মেয়ে ভয়ে ভয়ে জানায়, সে ক্ষুধার্ত ছিল। ওই ব্যক্তি একটি ভবনের ১৩ তলায় পরিবার নিয়ে থাকেন। এত বাটি নুডুলস আনতে ডেলিভারি ম্যানের সাতবার আসা-যাওয়া করতে হয়েছে।

পরে ঘরভর্তি নুডুলস বাটিসহ একটি ভিডিও আপলোড করেন ওই ব্যক্তি। এরপর তা ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি জানান, ভাগ্য ভালো যে তার মেয়ে ১০০ বাটি নুডুলস অর্ডার করেছে। যদি সে আরও একটি শূন্য বেশি লিখতো তাহলে আমাদের ঘরে এত নুডুলস রাখার জায়গা হতো না।

পরে ৮ বাটি নুডুলস নিজের পরিবারের জন্য রেখে বাকিগুলো ওই এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ করে দেন ওই ব্যক্তি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন : নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh