• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মা না হয়েও ১০ সন্তান জন্ম দেয়ার দাবি করে এখন মানসিক ওয়ার্ডে ভর্তি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৪:২৪
Woman who claims she gave birth to 10 babies admitted to psychiatric ward
সংগৃহীত

১০ সন্তান জন্ম দেয়ার দাবি করে বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এক নারী। কিন্তু এখন মানসিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আদৌ গর্ভবতী হয়েছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দেয়ার পর এ ঘটনা ঘটিয়েছে কর্তৃপক্ষ। খবর নিউইয়র্ক পোস্টের।

আরও পড়ুন...দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ের প্রস্তাব, মেনে নিলো তিন পরিবারও!

৩৭ বছর বয়সী গোসিয়ামে থামারা সিটহোল ১০ সন্তান জন্ম দেয়ার দাবি করে সংবাদের শিরোনাম হয়েছিলেন। তবে গত সপ্তাহে তাকে জোহানেসবার্গের টেমবিসা হাসপাতালের মানসিক ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হয়।

দক্ষিণ আফ্রিকার আইউইটনেস নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পর দেখা যায় তিনি গর্ভবতীই হননি। এছাড়া তার শরীরে কোনও কাটা দাগের চিহ্ন পাওয়া যায়নি। যার মানে হচ্ছে সম্প্রতি তার সিজারিয়ান হয়নি।

তবে গোসিয়ামের আইনজীবী রেফিলো মোকোয়েনা বলেছেন, তার মক্কেল দাবি করেছেন যে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে আটকে রাখা হয়েছে। তিনি জানান, গোসিয়ামে মনে করেন তিনি পুরোপুরি সুস্থ আছেন। তাই তাকে টেমবিসা হাসপাতালে মানসিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া উচিত হবে না।

আরও পড়ুন...বোট ক্লাবে পরীমণির নতুন ভিডিও প্রকাশ

মোকোয়েনা জানান, গোসিয়ামে আমাকে তার সঙ্গে টেমবিসা হাসপাতালে যেতে বলেন। যখন আমরা হাসপাতালে পৌঁছাই তখন তারা আমাদের সরাসরি মানসিক রোগীদের ওয়ার্ডের নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমার মক্কেল এখন তাদের জিম্মায়। এখানে কোনও আইনজীবী থাকতে পারবে না।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
প্রেমের টানে নারায়ণগঞ্জে দক্ষিণ আফ্রিকার তরুণী 
X
Fresh