• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অ'ন্ডকোষে স্বস্তিকা আঁকায় অস্ট্রিয়ার সৈন্যের কা'রাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ২০:২৫
Austrian soldier imprisoned for showing photos of testicle swastika tattoo
সংগৃহীত

অন্ডকোষে স্বস্তিকা চিহ্ন আঁকার ঘটনায় অস্ট্রিয়ার এক সেনাসদস্যের কারাদণ্ড হয়েছে। ওই সৈন্য অন্ডকোষে ট্যাটু আঁকার পর সেই ছবি অনলাইনে পোস্ট করেছিলেন। এরপরই তাকে ১৯ মাসের কারাদণ্ড দেয়া হয়। খবর জেরুজালেম পোস্টের।

চলতি মাসের শুরুর দিকে ২৯ বছর বয়সী ওই সৈন্যকে কারাদণ্ড দেন অস্ট্রিয়ার একটি আদালত। এ ঘটনায় সাজা পাওয়া ওই সেনাসদস্যের নাম প্রকাশ করেনি অস্ট্রিয়ার মিডিয়া।

আরও পড়ুন...অনলাইনে পড়ার নামে পর্ন ভিডিও দেখে শারীরিক সম্পর্ক, গর্ভবতী ১৫ বছরের কিশোরী

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে স্বস্তিকা পবিত্র একটি চিহ্ন। কিন্তু নাৎসিরা তাদের প্রতীক হিসেবে এই চিহ্ন ব্যবহার করতো। নাৎসিদের পতন হওয়ার পর অস্ট্রিয়ায় এই চিহ্ন নিষিদ্ধ করা হয়।

এরই মধ্যে তার সাজা কার্যকর হয়ে গেছে। তিনি তার সহকর্মীদের স্বস্তিকা আঁকা ওই ট্যাটু দেখিয়েছিলেন। সাজা দেয়ার পর ওই সৈন্য জানান, ঘটনার সময় তিনি বেশ মাতাল ছিলেন।

স্থানীয় ক্লেইন জেইটুং পত্রিকা জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে ওই ট্যাটু এঁকেছিলেন ওই ব্যক্তি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
জাটকা ধরায় ৯ জেলের কারাদণ্ড
মেঘনায় জাটকা ধরায় ৬ জেলের কারাদণ্ড
X
Fresh