• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০১৭, ২১:৩০

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ২৬ জন এবং আহত হয়েছে আরো অনেকে। নাইরোবি ও কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মোমবাসার মাঝামাঝি একটি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনাটি ঘটে।

মঙ্গলবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘এটি ছিল খুবই ভয়াবহ একটি দুর্ঘটনা। এতে ২৬ জন নিহত হয়েছে।’

পুলিশের অপর এক কর্মকর্তা জানান, মোমবাসার দিকে যাওয়া বাসটি বেশ কয়েকটি গাড়িকে ওভারটেক করে যাবার সময় এটি একটি তেলের ট্যাংকেরের সঙ্গে ধাক্কা খেয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কেনিয়ার সড়ক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় দেশটিতে প্রতিবছর প্রায় তিন হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এ সংখ্যা প্রায় ১২ হাজার।

গেলো ডিসেম্বর মাসে নাইরোবির প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়।

এপি/সি/আপ-এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh