• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে সড়ক ‍দুর্ঘটনায় মৃ'ত্যু আমিরাতের প্রখ্যাত অধিকার কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ১৪:৫৭
Prominent UAE activist Alaa al-Siddiq dies in London car crash
সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত ভিন্নমতাবলম্বী অধিকার কর্মী ও সমালোচক আলা আল-সিদ্দিক লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যুক্তরাজ্য ভিত্তিক এএলকিউএসটি সংস্থা নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন আলা। অলাভজনক এই সংস্থাটি আমিরাত এবং গালফ অঞ্চলে স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে কাজ করে থাকে। খবর আল জাজিরার।

ওই গ্রুপটি এক টুইটে জানায়, খুব দুঃখের সঙ্গে আমাদের ভালোবাসা ও সম্মানের নির্বাহী পরিচালক আলা আল-সিদ্দিকের মৃত্যুর শোক জানাচ্ছি। তিনি শনিবার মারা গেছেন। আপনার অধিকার আদায়ের লড়াই টিকে থাকুক।

আলার বাবা মোহাম্মদ আল-সিদ্দিকও একজন প্রখ্যাত অধিকার কর্মী। ২০১৩ সাল থেকে তিনি আমিরাতে বন্দিদশায় আছেন।

সৌদি আরবের অধিকার কর্মী আব্দুল্লাহ আল-আওদা বলেন, আজ আমিরাতি গবেষক এবং ন্যায়নিষ্ঠ বোন অধ্যাপক আলা আল-সিদ্দিক এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার বাবা মোহাম্মদ আল-সিদ্দিক সংযুক্ত আরব আমিরাতের কুখ্যাত কারাগারে বন্দিদশায় রয়েছেন।

দোহা নিউজ জানিয়েছে, আলা এবং তার স্বামী ২০১২ সালে কাতারের কাছে আশ্রয় চেয়েছিলেন। সেখানেই তারা তাদের আত্মীয়দের সঙ্গে থাকতেন। এর ফলে আমিরাতের সঙ্গে কাতারের সম্পর্ক খারাপ হয়ে যায়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh