• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কল চেপে পানি খাওয়ার চেষ্টা করেও গলা ভিজলো না ছোট্ট হাতির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ২১:৪৯
কল চেপে পানি খাওয়ার চেষ্টা করেও গলা ভিজলো না ছোট্ট হাতির
সংগৃহীত ছবি

তীব্র গরমে বাচ্চা এক হাতির কাণ্ড নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। তীব্র পিপাসায় পানি খুঁজে মরছিল সে।

লোকালয়ে আসার পরও মিলছিল না পানি। এমন সময় সে একটা টিউবওয়েল দেখতে পায়।

এরপরই অবাক করার মতো কাণ্ড ঘটায় বাচ্চা হাতিটি। সে শুঁড় দিয়ে টিউবওয়েল পাম্প করে পানি খাওয়ার চেষ্টা করতে থাকে। অধিকাংশ পানি পড়ে গেলেও গলা ভেজাতে সক্ষম হয় হাতিটি। পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে ঘটেছে এ ঘটনা।

বাচ্চা হাতিটি পানি খাওয়ার সময় এলাকার কেউ একজন ভিডিও করে রাখে। এরপর টুইটারে ভিডিওটি প্রথম শেয়ার করেন বন কর্মকর্তা পারভিন কাসোয়ান। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

অনেকেই এই ভিডিও দেখে বলছেন, কেউ কেন হাতিটিকে একটু পানি দিল না। এত ছোট হাতি এবং এত বুদ্ধি রাখে যে, সে কখনই মানুষকে আঘাত করত না।

জানা যায়, বাচ্চা হাতিটিকে লোকালয় থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh