• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ১৬:১৫
গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনিরা
সংগৃহীত ছবি

অধিকৃত গাজায় দখলদার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা।

স্থানীয় সংবাদমাধ্যম ‘সাবেরিন নিউজ’ জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা আজ (শুক্রবার) সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে।

আরেক বার্তা সংস্থা ‘শাহাব’ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

কিন্তু বর্বর ইসরায়েলের ওই হামলায় কয়জন হতাহত হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ প্রকাশ করেনি বার্তা সংস্থাটি।

১২ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইহুদিবাদী ইসরাইল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরাইল কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সঙ্গে সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

সূত্র : পার্সটুডে

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh