• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্রান্ড ইমামকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ, রাখতে চায় আটক করে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ১৯:১৯
গ্রান্ড ইমামকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ, রাখতে চায় আটক করে
গ্রান্ড ইমাম শেখ ইউসুফ আল-বাজ - সংগৃহীত ছবি

দখলদার ইসরায়েলের লিদ শহরে অবস্থিত গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ ইউসুফ আল-বাজকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুন) ৬৩ বছর বয়সী এই ইমামকে আটক করা হয়। ইমামের আইনজীবী খালেদ জাবারকা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। সে সময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধরে নিয়ে গিয়েছে তারা।

এদিকে এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গত ১৫ জুন ওই ইমাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেটিতে ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বাক্য লেখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ ইউসুফ আল-বাজের বিরুদ্ধে এখন তদন্ত করা হচ্ছে। তাকে আরও বেশি সময় ধরে আটক করে রাখার অনুমতি চেয়ে আদালতে তোলা হবেও বলে জানানো হয় বিবৃতিতে।

তবে আইনজীবী জাবারকা পুলিশের এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ যা উল্লেখ করছে তা হলো একটি মার্কিন চলচ্চিত্রের একটি খণ্ডিতাংশ বা ভিডিও ক্লিপ। যা অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

ইসরায়েলি আরবদের মধ্যে আল-বাজ একজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব। ইসরায়েলের ৯০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ২০ শতাংশই আরব।

প্রসঙ্গত, অধিকৃত পূর্ব জেরুজালেমে উত্তেজনা বাড়তে থাকায় গত দুই মাসে ইসরায়েলি পুলিশ কয়েকশ আরবকে গ্রেপ্তার করেছে।

সূত্র : আনাদুলু এজেন্সি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh