• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভাসতে থাকা কাঠের বাক্স খুলতেই মিললো কন্যাশিশু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ১৫:৩৫
Newborn Girl In Wooden Box Found Floating In Ganga, Rescued By Boatman
সংগৃহীত

গঙ্গায় ভাসছিল একটি কাঠের বাক্স। স্থানীয় নৌকার মাঝি গুল্লু চাহুধারী সেটি দেখতে পেয়ে তুলে নেন। বাক্স খুলেই তার চোখ কপালে। দেখেন বাক্সের ভেতরে এক নবজাতক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরের দাদরি ঘাটের কাছে। খবর আনন্দবাজারের।

গুল্লু জানান, তিনি মনে করেন তাকে এই কন্যাশিশু উপহার দিয়েছে গঙ্গা। তাই তিনি শিশুটিকে বড় করতে চান। শিশুটি যে বাক্সে ছিল সেই বাক্সটিতে দেব-দেবীদের ছবি লাগানো ছিল। এছাড়াও শিশুর রাশিফলও রাখা ছিল।

পুলিশ জানিয়েছে, ওই শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কার কাছে থাকবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি তারা। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার বাবা-মায়ের খোঁজ চালানো হচ্ছে।

এদিকে এ ঘটনায় নৌকার মাঝির প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, সরকার ওই শিশুর লালন-পালনের ব্যবস্থা করবে। আর কৃতজ্ঞতা হিসেবে মাঝি সব সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বুড়িগঙ্গায় জলজ প্রাণী বেঁচে থাকার সুযোগ নেই’
তুলসীগঙ্গা নদীতে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার
২০ বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরে ভারতের ‘গঙ্গা বিলাস’
ছুটির দিনেও বাবুবাজার ব্রিজে যানবাহনের দীর্ঘ সারি   
X
Fresh