Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

ঝগড়া করে স্ত্রী গেলেন বাপের বাড়ি, স্বামী দিলেন গলায় ফাঁস

2 kids live with father's dead body for 3 days, step out of home after hunger takes over
সংগৃহীত

তিনদিন আগে বাবার মৃত্যু হয়েছে। মৃত বাবার সঙ্গে তিনদিন ধরে বাড়িতে ছিল ৪ ও ৬ বছরের শিশু। মাও বাসায় নেই। ক্ষুধা সহ্য করতে না পেরে তিনদিন পর প্রতিবেশীর বাসায় হাজির হয় ওই দুই শিশু। এরপরই তাদের বাবার মৃত্যুর ঘটনা সামনে আসে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর টাইমস নাউ নিউজের।

প্রতিবেশীদের বাসায় গিয়ে ওই ‍শিশু জানায়, তাদের বাবা কথা বলছে না। এরপর প্রতিবেশীর সন্দেহ তৈরি হয়। এরপর সে গিয়ে দেখতে পায় মনোজ দয়াল নামের ওই ব্যক্তির দেহ দড়িতে ঝুলছে। জানা গেছে, নয়ডায় কাজ করতেন মনোজ। করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হওয়ার পর বাড়ি ফিরে আসেন তিনি। সেখান থেকেই আগের চেয়ে কম বেতনে কাজ করতেন।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার। মনোজের সঙ্গে ঝগড়া করে বৃহস্পতিবার বাপের বাড়ি চলে যায় স্ত্রী। এরপর থেকেই দুই সন্তান নিয়ে একা বাসায় ছিলেন মনোজ। পুলিশের ধারণা তিনদিন আগে আত্মহত্যা করেন তিনি। মনোজের প্রতিবেশী বলেন, শিশুরা খাবারের জন্য আমার কাছে কাঁদতে কাঁদতে আসে। আমরা গিয়ে মনোজের মৃতদেহ দেখতে পাই। কিন্তু দুর্গন্ধের কারণে সেখানে দাঁড়ানো যাচ্ছিল না।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS