• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বতসোয়ানায় মিললো পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরাখণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ১০:৩৪
বতসোয়ানায় মিললো পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরাখণ্ড
বতসোয়ানায় মিললো পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরাখণ্ড

আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় পাওয়া গেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরা। হীরাটির ওজন ১ হাজার ৯৮ ক্যারেট। গত দুই সপ্তাহ আগে হীরাটি উত্তোলন করে দেভসোয়ানা নামের একটি প্রতিষ্ঠান। হীরাটি উত্তোলনের পরই দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে দেখানো হয়।

আরও পড়ুন...প্রেম মেনে না নেওয়ায় ভাই-বোনের আ'ত্মহত্যা!

২০১৫ সালের পৃথিবীর দ্বিতীয় হীরার সন্ধান এই বসতোনায়ই পাওয়া যায়। আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি হীরা উৎপাদন হয় এ বতসোয়ানায়।\

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হীরার ওজন ছিল ৩ হাজার ১০৬ ক্যারেট।

আরও পড়ুন...চাকরি দেয়ার কথা বলে কিশোরীকে দলবেঁধে ধ'র্ষণ

দেভসোয়ানার অর্ধশতকের বেশি সময়ের ইতিহাসে নতুন হীরাটি সবচেয়ে বড় বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লিনেথ আর্মস্ট্রং।

বতসোয়ানা সরকার ও ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্সের যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হয় দেভসোয়ানা। অর্জিত অর্থে ৮০ শতাংশই লভ্যাংশ, রয়্যালটি ও কর বাবদ দেশটি পায়।

বতসোয়ানার খনিজসম্পদ মন্ত্রী লেফোকো মোয়াগি জানান, গত বছর করোনা মহামারি শুরু হলে হীরা বিক্রি কমে যায়। এই মুহূর্তে নতুন হীরা খুঁজে পাওয়ার খবরটি সবচেয়ে আনন্দের। সূত্র: বিবিসি
জেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল যেদিন প্রকাশ হতে পারে
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা
X
Fresh