• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হ'ত্যার পর মায়ের মাংস খাওয়ার ঘটনায় ছেলের কা'রাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১৮:৫০
Spanish man jailed for killing and eating his mother
সংগৃহীত

নিজের মাকে হত্যার পর তার মায়ের মাংস খাওয়ার ঘটনায় স্পেনে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর বিবিসির।

২০১৯ সালে ২৮ বছর বয়সী আলবের্তো সানচেজ গোমেজকে তার মায়ের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার মায়ের শরীরের কিছু অংশ প্লাস্টিক কন্টেইনার থেকে উদ্ধার করে পুলিশ।

আদালতে সানচেজ বলেন, ওই হত্যাকাণ্ডের সময় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তবে আদালত তার যুক্তি খারিজ করে দেন।

আদালত ওই হত্যাকাণ্ডের ঘটনায় সানচেজকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। আর মৃতদেহ বিকৃত করার ঘটনায় আরও ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া ক্ষতিপূরণ বাবদ তার ভাইকে ৬০ হাজার ইউরো দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মারিয়া সোলেদাদ গোমেজের বিষয়ে তার এক বন্ধু উদ্বেগ প্রকাশ করার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পূর্বাঞ্চলীয় মাদ্রিদে তার বাড়িতে পৌঁছায় পুলিশ।

আদালতে সানচেজ বলেন, তর্ক-বিতর্কের সময় মাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। তখন সানচেজের বয়স ছিল ২৬ বছর।

এরপর তার মায়ের শরীর কেটে টুকরো টুকরো করেন সানচেজ। পরবর্তী দুই সপ্তাহ ধরে তার মায়ের শরীর রান্না করে খায় সে। কিছু অংশ তার কুকুরকেও খাওয়ায় সানচেজ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে
X
Fresh