• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইমামদের জন্য বিতর্কিত প্রশিক্ষণ কর্মসূচি শুরু করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১৬:১৪
Germany begins controversial training programme for imams
সংগৃহীত

ইমামদের প্রশিক্ষণের বিতর্কিত একটি কর্মসূচি শুরু করেছে জার্মানি। রাষ্ট্রীয়ভাবে সোমবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে চরমপন্থা মোকাবিলা এবং স্থানীয় মুসলিম কমিউনিটিতে দৃশ্যত বিদেশি প্রভাব কমিয়ে আনা। খবর আল আরাবির।

জার্মানি ছাড়াও ফ্রান্স এবং নেদারল্যান্ডসেও এ ধরনের বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে। তবে এর মধ্য দিয়ে ইসলাম ধর্ম নিয়ন্ত্রণ এবং মুসলিমদের ওপর নজরদারির উদ্বেগ উঠে এসেছে। দুই বছরব্যাপী এই প্রোগ্রামে প্রথম দফায় ২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। তাদের মধ্যে নারীও রয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, এই ইমামদের খুতবা টপিকের ব্যাপারে নির্দেশনা দেয়া হবে। এছাড়া সামাজিক এবং আত্মিক সেবার ক্ষেত্রেও দিক নির্দেশনা দেয়া হবে। জার্মানিতে প্রায় ৪৭ লাখ মুসলিম রয়েছে। তাদের অধিকাংশই তুর্কি বংশোদ্ভূত।

জার্মানির মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে তুরস্কের প্রভাব নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে জার্মানির অধিকাংশ ইমাম টার্কিশ-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) সম্পৃক্ত।

১৯৮৪ সালে ডিআইটিআইবি প্রতিষ্ঠা করে তুরস্ক। জার্মানিতে ৯০০ মসজিদে কর্মরত ইমামদের অধিকাংশই এই সংস্থার অর্থায়ন পেয়ে থাকে। আর তারা তুরস্ক থেকে পাঠানো সরকারি কর্মচারীও। এই সংস্থার বিরুদ্ধে তুর্কি সরকারের শাখা হিসেবে কাজ করা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিলো ডিএনসিসি
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
X
Fresh