• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৫ মাস পর মলদ্বার থেকে বের হলো কলম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২১, ২০:২৯
doctors in midnapur private hospital remove pen from patients rectum
প্রতীকী ছবি

টানা পাঁচ মাস ধরে মলদ্বারে আটকে ছিল কলম। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) গিয়েও সমাধান হয়নি। শেষপর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বের করা হয় সেই কলম। খবর জি নিউজের।

সবংয়ের নবম শ্রেণির ছাত্র সুদীপ মঠ। কিছুটা মানসিক ভারসাম্যহীন সে। জানুয়ারি মাসে বাড়ির লোকজন লক্ষ্য করে সুদীপের মলদ্বার থেকে রক্ত পড়ছে। তখন তাকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।

আরও পড়ুন...পরীমণি মদের জন্য উত্তেজিত হয়ে গ্লাস ছুড়ে মারেন: নাসির

সেখান থেকে এসএসকেএম ও ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়।। দুই লাখ রুপি খরচ করেও ছেলের কষ্ট লাঘব করতে পারেননি পেশায় খেলনা বিক্রেতা মুকুন্দ মঠ। অবশেষে সুদীপকে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই ডাক্তার আশিস মণ্ডল সুদীপের কোলনোস্কপি করে দেখেন রোগীর মলদ্বারে আটকে রয়েছে একটি কলম। ফলে অপারেশনের বিকল্প ছিল না। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সুদীপের বাড়ির আর্থিক অবস্থা। শেষপর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের আর্থিক সহায়তায় অপারেশন করে ওই কলম বের করা হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh