• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীনে পরমাণু কেন্দ্রে লিক, বড় বিপর্যয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২১, ১৮:১৭
Leaks at China's nuclear facilities threaten major catastrophe
সংগৃহীত

চীনে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রেডিওঅ্যাক্টিভ লিক তৈরি হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই খবরের সত্যতা খতিয়ে দেখছে। চীনের সঙ্গে যৌথভাবে এই পরমাণু কেন্দ্রের মালিক ফ্রান্সের একটি কোম্পানি। সোমবার ফরাসি ওই কোম্পানিটি জানায়, তারা পরমাণু কেন্দ্রে ‘পারফর্মেন্স ইস্যু’ সমাধানের চেষ্টা করছে। খবর আল আরাবিয়ার।

আরও পড়ুন...পরীমণি মদের জন্য উত্তেজিত হয়ে গ্লাস ছুড়ে মারেন: নাসির

তেইশান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি হংকংয়ের কাছাকাছি অবস্থিত। চায়না গুয়াংডং নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ এবং ফরাসি বহুজাতিক বিদ্যুৎ কোম্পানি ইলেকট্রিসি দে ফ্রান্সের ফ্রামোটোম এই পরমাণু কেন্দ্রের যৌথ মালিক। এই প্লান্টটি পরিচালনা করতেও সাহায্য করে ফ্রামোটোম। সোমবার তারা জানায়, চীনের গুয়াংডং প্রদেশের তেইশান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পারফর্মেন্স ইস্যু সমাধানের চেষ্টা করছে ফ্রামোটোম।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে নিরাপত্তা প্যারামিটার মেনেই ওই প্লান্টটি পরিচালনা করা হচ্ছে। আমাদের টিম সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মিলে পরিস্থিতি পর্যালোচনা করছে। আর যদি কোনও ইস্যু দেখা দেয় যে, সেক্ষেত্রে কি করা যেতে পারে সেটাও খতিয়ে দেখছে। তেইশান প্লান্ট হংকংয়ের ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। হংকং অবজারভেটরি জানিয়েছে, সোমবার সেখানে রেডিয়েশন স্বাভাবিকই ছিল।

সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ফ্রামোটোম যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়কে একটি চিঠিতে ‘সম্ভাব্য রেডিওলজিক্যাল হুমকির’ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এসময় তারা জানায়, চীনের কর্তৃপক্ষ প্লান্টের বাইরে রেডিয়েশনের সহনশীল মাত্রা বাড়াচ্ছে, যাতে করে এটি বন্ধ না হয়ে যায়। সিএনএন জানিয়েছে, বর্তমানে প্লান্ট থেকে যে মাত্রায় রেডিয়েশন হচ্ছে তা মারাত্মক হুমকি নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
স্নাতক প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
X
Fresh