• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৯ পাতার এক গাছের দাম ১৬ লাখ টাকা

আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২১, ১৭:৩০
র‍্যাফিডোসফোরা টেট্রাসপারমা

নিউজিল্যান্ডে একটি গাছ ১৯ হাজার ২৯৭ মার্কিন ডলারে বিক্রি করা হয়েছে যা বাংলাদেশি টাকায় ১৬ লাখ ৪০ হাজার টাকা। নিউজিল্যান্ডের নিলাম সাইট ‘ট্রেড মি’-তে গাছটি বিক্রি হয়েছে।

গাছটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করায় অনেকেই উচ্চমূল্যের গাছটি আরও কয়েকবার হাত বদল হয়েছে। গাছটির নাম র‍্যাফিডোসফোরা টেট্রাসপারমা। গাছটিতে ৯টি পাতা রয়েছে। গাছটির আবাসস্থল থাইল্যান্ড ও মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে।

গাছটির বিশেষত্ব হলো পাতায় বিভিন্ন ধরনের রং রয়েছে, যা পৃথিবীতে বিরল। গাছটি দেখলে মনে হবে কেউ কেটে ফেলেছে। ফলে গাছটি যে কারো দৃষ্টি আকর্ষণ করবে।

আরও পড়ুন...পরীমণি মদের জন্য উত্তেজিত হয়ে গ্লাস ছুড়ে মারেন: নাসির

গতকাল রোববার (১৩ জুন) রাতে এর নিলাম শেষ হয়েছে। এখন পর্যন্ত ট্রেড মি নামের নিলাম সাইট থেকে বিক্রি হওয়া গাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে এ গাছটি বিক্রিত হয়েছে জানিয়েছেন প্রতিষ্ঠানের মুখপাত্র মিলি সিলভেস্টার।

তিনি বলেন, গাছটি প্রায় ১ হাজার ৬০০ জন পছন্দ করেন। তাদের সাইটের মাধ্যমে গাছটি ১ লাখ ২ হাজার বার দেখা হয়েছে। নিলামের শেষ মুহূর্তে গাছটির দাম হু হু করে বেড়ে যায়। এরমধ্য দিয়ে এটা প্রমাণিত হলো নিউল্যান্ডের মানুষ গাছ খুবই ভালোবাসেন।

জেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন
সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা
X
Fresh