• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের উত্তপ্ত আর্মেনিয়া-আজারবাইজান, যু'দ্ধবিরতি লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

  ১২ জুন ২০২১, ১৫:১৮
Again heated Armenia-Azerbaijan, ceasefire violation
সংগৃহীত

আবারও আর্মেনিয়া-আজারবাইজান অঞ্চলে উত্তেজনা ছড়াচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনাবাহিনী শুক্রবার একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে আজারবাইজান। তবে এ হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দুপুরে এবং বিকেলে পর পর দুই দফা কালবাজার অঞ্চলের আশাগি আয়রিম এলাকায় আজারি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আর্মেনিয়ার সেনাবাহিনী।

এলাকাটি আর্মেনিয়ার সীমান্ত থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। পাল্টা জবাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলে আজারবাইজানের সেনারা। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় আর্মেনিয়ান বাহিনী।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে টানা ৪৪ দিন বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ চলে। ওই ‍যুদ্ধে দুই দেশের কয়েক হাজার সৈন্য নিহত হয়।

বিএম/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানির চ্যান্সেলর ও আজারবাইজান প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সুস্মিতার কাণ্ড (ভিডিও)
X
Fresh