• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১৮:১৫
অবশেষে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়
তৃণমূলে বরণ করে নয়া হচ্ছে মুকুল রায়কে - সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের শক্তিশালী রাজনীতিবীদ মুকুল রায় অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন।

শুক্রবার (১১ জুন) বিকালে তৃণমূল ভবনে তাকে বরণ করে নিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী ও দলের নেত্রী মমতা ব্যানার্জি।

এ সময় ঘরের ছেলে ঘরে ফিরলো বলেও মন্তব্য করেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে আরো অনেকেই দলে ফিরে আসবেন। তবে যারা নোংরামির সীমা ছাড়িয়ে গেছেন তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ থাকবে।

দলীয় ভবনে তাকে বরণ করতে আরো উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সুব্রত মুখার্জি প্রমুখ। তৃণমূলে ফিরে আসতে পেরে মুকুল রায় বলেন, বিজেপি করবো না বলেই পুরনো দলে (তৃণমূল) ফিরে এসেছি।

এদিকে, সদ্য জেতা বিজেপির বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন মুকুল রায়, এমন কথাও শোনা যাচ্ছে। অন্যথায় তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে পারে বিজেপি। মূলত সেই ঝুঁকি এড়াতেই পদ ছাড়বেন এই হেভিওয়েট নেতা। এর আগে ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। সূত্র : এনডিটিভি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh