• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

২৪৪ বছরের মার্কিন ইতিহাসে প্রথমবার ফেডারেল মুসলিম বিচারক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১৫:২১
২৪৪ বছরের মার্কিন ইতিহাসে প্রথমবার ফেডারেল মুসলিম বিচারক
জাহিদ কোরেশি - সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক হিসেবে বাইডেনের মনোনয়ন পাওয়া জাহেদ কোরেশি সিনেটের ভোটে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুন) সিনেটের ৮১-১৬ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এরই মাধ্যমে আমেরিকার ২৪৪ বছরের ইতিহাসে প্রথম ফেডারেল মুসলিম বিচারক হিসেবে তিনি নাম লিখিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারকের পদে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কোরেশিসহ ১১ জন বিচারক মনোনয়ন দিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম এশিয়ান আমেরিকান নারী বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসনসহ তিন জন কৃষ্ণাঙ্গ নারীও ছিলেন।

সিনেট মেজরিটি হুইপ ডিক ডুরবিন বলেন, নিউজার্সি থেকে কোরেশি আমেরিকার ইতিহাসে প্রথম ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

সিনেটর কোরি বুকার সহকর্মীদের বলেন, এটি একটি ইতিহাস। এমন ধরনের অর্জন আরো অনেক আগে হওয়া উচিত ছিল।

জাহিদ কোরেশি পাকিস্তানি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান। নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন ও নিউজার্সিতে বেড়ে ওঠেন। রাটগ্রেস ল স্কুলে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে ১১ সেপ্টম্বর সন্ত্রাসী হামলার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। মার্কিন সেনাবাহিনীর বিচারক হিসেবে ইরাকেও কাজ করেছেন তিনি। সূত্র : এনওয়াই পোস্ট

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh