• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকের কল্যাণে ৪৬ বছর পর ফিরে পেলেন আংটি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১৫:২২
Woman gets lost ring back after 46 years, thanks to Facebook strangers
সংগৃহীত

৪৬ বছর আগে হারিয়ে গিয়েছিল আংটি। তবে এতদিন বাদে ফিরে পেয়েছেন সেটি। তাও আবার ফেসবুকে একজন অপরিচিত ব্যক্তির মাধ্যমে। খবর খালিজ টাইমসের।

যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা মেরি গাজাল-বিয়ার্ডস্লি ১৯৭৫ সালে ওই আংটি হারান। হাইস্কুলের পড়াশোনা শেষ করার পর হারিয়ে যায় ওই আংটি। কিন্তু সেটি আর কখনও ফিরে পাবেন তা আশাও করেননি মেরি।

তবে সম্প্রতি ফেসবুকে ক্রিস নর্ড নামের এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। মেরি জানান, আমি ফেসবুক ম্যাসেঞ্জারে একটি বার্তা পাই। সেখানে বলা হয়, আমার কাছে একটা জিনিস আছে যেটা হয়তো আপনার।

মেরি বলেন, তখন আমি কৌতুহলী হয়ে ওই মেসেজ খুলি। যদিও আমি ভেবেছিলাম, হয়তো এটা স্প্যাম বা অন্য কিছু হবে।

এর আগে অবশ্য ওই আংটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন নর্ড। যদি কেউ এটির মালিকানা দাবি করে। কেননা ২০ বছর ধরে ওই আংটির মালিককে খুঁজছিলেন নর্ড।

এদিকে আংটি ফেরত পেয়ে যারপরনাই খুশি হয়েছেন মেরি। যারা এই ছবি শেয়ার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
ফেসবুককে জুয়ার প্রচারণা বন্ধের আহ্বান বিটিআরসির
X
Fresh