• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নারীদের আরও স্বাধীনতা দিলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১১:৪৬
Saudi Arabia to allow women to live alone without male guardian
সংগৃহীত

নারীদের আরও স্বাধীনতা দিলো সৌদি আরবের সরকার। এখন থেকে দেশটির অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাস করতে পারবে। দেশটির বিচারিক কর্তৃপক্ষ, এ সংক্রান্ত আইনের ১৬৯ ধারার ‘বি প্যারাগ্রাফ’ বাতিল করেছে। এই সংশোধনীর ফলে যেকোনো সিঙ্গেল নারী একা থাকতে পারবে। খবর মিডল ইস্ট মনিটরের।

সংশোধনী ওই আইনে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সেটা নির্ধারণ করার অধিকার তার রয়েছে। যদি কোনও নারী কোনও অপরাধ করে কেবল তখনই তার অভিভাবক এ বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে পারবে। এমনকি যদি কোনও নারীর কারাদণ্ড হয়, তবে সাজার মেয়াদ শেষে তাকে তার অভিভাবকের কাছে ন্যস্ত করা হবে না।

আইনজীবী নায়েফ আল-মানসি বলেন, যদি কারও মেয়ে একা থাকতে চায়, সেক্ষেত্রে তাদের পরিবার এখন থেকে আর মামলা করতে পারবে না। গত বছরের জুলাই মাসে সৌদি লেখিকা মারিয়াম আল-ওতাইবি একা থাকার বিষয়ে এক মামলায় জয়ী হন। তার বাবার অনুমতি ছাড়া একা ঘুরতে চাওয়ার পর তা আদালতে গড়ালে সেই মামলায় তার পক্ষে রায় দেয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
X
Fresh