• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হামাসের ক্ষে'পণাস্ত্রের আওতায় ইসরায়েলের সামরিক বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ২১:৫৩
হামাসের-ক্ষেপণাস্ত্রের-আওয়তায়-ইসরায়েলের-সামরিক-বিমানবন্দর
সংগৃহীত ছবি

দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। সম্প্রতি ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ওই টিভি সাক্ষাৎকারে জেনারেল আমিকাম নুরকিন বলেন, ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ এ বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

বিমান বাহিনী প্রধান আরো বলেন, হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা রয়েছে তাতে খুব সহজেই সেগুলো আমাদের সামরিক বিমানবন্দরগুলোতে পৌঁছাতে পারে। ফলে অনেক ঝুঁকিতে রয়েছে বিমানবন্দরগুলোর জন্য।

সাক্ষাৎকারে গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে বর্বর ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল। তবে ইসরায়েলি আগ্রাসনে নারী-শিশুসহ দুই শতাধিক ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়। সূত্র : মিডলইস্ট মনিটর

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh