• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অসাবধানতায় ভেঙে গেলো হাজার বছরের আস্ত ডিম!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৪:৫০
Israeli Archaeologists Find Whole 1,000-year-old Egg – and Accidentally Break It
সংগৃহীত

এক হাজার বছর আগের একটি আস্ত ডিম আবিষ্কার করে হইচই ফেলে দিয়েছেন প্রত্মতাত্ত্বিকরা। এক হাজার বছর আগে একটি মুরগি ওই ডিম পেড়েছিল। এই ডিম পাওয়া গেছে ইসরায়েলের ইভনেহ’তে। ডিম ফুটে বাচ্চা বের না হওয়ায় সেটি আস্তই ছিল। খবর হারিটজের।

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহরের প্রাচীন ওই শিল্পাঞ্চলে খনন চালায় ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের (আইএএ) প্রত্মতাত্ত্বিকরা। ওই খনন কাজের সময় তারা এই ডিমটি অক্ষত অবস্থায় পায়। ডিমটি একটি টয়লেটের ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা।

আইএএ’র প্রত্মতাত্ত্বিক আল্লা নাগোরস্কি বলেন, আমরা এটা পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। মাঝে মধ্যেই আমরা ডিমের খোসা পাই। কিন্তু একটি আস্ত ডিম অক্ষত অবস্থায় পাওয়া অবিশ্বাস্য।

ডিমটি এত বছর ধরে ফাটেনি। এটাতে ক্ষয় হয়নি বা পচন ধরেনি। কারণ এটা টয়লেটে পড়ে গিয়েছিল বা সেখানে ছিল। পরে অবশ্য সেটি ল্যাবে নেয়ার পর ভেঙে যায়। ডিমের নিচে সামান্য ফাটল দেখা দিয়েছে বলে জানান আইএএ’র ডা. লি পেরি গাল। তিনি বলেন, আমরা এটা ভাঙবো না। তবে যে কুসুম বেরিয়েছে তা পরে ডিএনএ বিশ্লেষণ করবো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
X
Fresh