• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পানির নিচে টেনে নিয়ে গেলো কুমির, ক্রমাগত ঘুষিতে বোনকে বাঁচালেন তিনি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৭:৩৪
Woman repeatedly punches crocodile to save twin sister
সংগৃহীত

কুমির কামড় দিয়ে বোনকে টেনে নিয়ে গেলো পানি নিচে। এরপর বোনকে বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই করলেন বোন। ক্রমাগত ঘুষি দিতে দিতে কুমিরের মুখ থেকে যমজ বোনকে বাঁচিয়ে আনেন ব্রিটিশ তরুণী। মেক্সিকোতে একটি নৌকা ভ্রমণের সময় এমন ঘটনা ঘটেছে। খবর টাইমস নাউ নিউজের।

২৮ বছর বয়সী যমজ দুই বোন মেলিসা এবং জর্জিয়া লরি মেক্সিকোর ম্যানিয়ালটেপেক লাগুনে নৌকা ভ্রমণে বের হন। লাগুনে গিয়ে তারা রতে সাঁতার কাটতে শুরু করেন। এমন সময় মেলিসাকে আক্রমণ করে একটি কুমির। পানির নিচে টেনে নিয়ে যায় তাকে কুমিরটি।

জর্জিয়া তার বোনকে ডাক দেয়ার পর কোনও সাড়া পায়নি। এরপর বোনকে খুঁজতে পানির নিচে ডুব দেন জর্জিয়া। কয়েক মিনিট তন্ন তন্ন করে খোঁজার পর বোনকে খুঁজে পান তিনি। তখন বোন নিয়ে সাঁতরে নৌকার কাছে আসেন জর্জিয়া। তবে কুমিরটি আবারও তাদের আক্রমণ করে।

এরপরই আজব কাণ্ড করে বসেন জর্জিয়া। ক্রমাগত কুমিরটিকে ঘুষাতে থাকেন তিনি। যতক্ষণ পর্যন্ত কুমিরটি তাদের কাছ চলে যায়নি, তখন পর্যন্ত সেটিকে ঘুষাতে থাকেন জর্জিয়া। দুজনই মারাত্মক আহত হয়েছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেলিসা এখনও কোমায় আছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
পুলিশের ঘুষিতে আসামি নিহত
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
X
Fresh