• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফিলিং স্টেশনে ধুপমান করছিল ড্রাইভার, আগুন লেগে গেলো গাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৭:১৩
Man smokes at petrol station, car goes up in flames
ফাইল ছবি

গাড়ির জন্য তেল নিতে একটি ফিলিং স্টেশনে থেমেছিলেন। কিন্তু তেল নিতে গিয়ে উল্টো নিজের গাড়িতে আগুন লাগিয়ে দিলেন তিনি। চুল খাড়া হয়ে যাওয়ার মতো এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। খবর খালিজ টাইমসের।

ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, পেট্রোল স্টেশনের এক কর্মীর সঙ্গে কথা বলছেন ওই ড্রাইভার। তখন ধুমপান করছিল ওই ড্রাইভার। হঠাৎ সিগারেটটি তার হাত থেকে পড়ে যায়। তখন সেটি কুড়াতে গেলে আতঙ্কে ওই স্টেশন কর্মীর হাতে থেকে তেলের নজেল গাড়ির ট্যাংক থেকে বেরিয়ে যায়। তখন পুরো ফ্লোর পেট্রোলে ভেসে যায়।

মুহূর্তেই ওই স্টেশন কর্মীর গায়ে আগুন লেগে যায়। তখন সে আগুন নেভাতে মাটিতে গড়াগড়ি খায়। একটু পর সে সেখান থেকে দৌঁড়ে অন্যত্র চলে যায়। গাড়ির চালকও দ্রুত বের হয়ে যায়। পরে আরেকজন স্টেশন কর্মী অগ্নিনির্বাপক নিয়ে আগুন নেভায়

ওকাজ পত্রিকা জানিয়েছে, সৌদি আরবের উনাইজাহ গভর্নোরাটে এই ঘটনা ঘটেছে। আল কাসিম অঞ্চলের সিভিল ডিফেন্সের গণমাধ্যম মুখপাত্র ব্রিগেডিয়ার ইব্রাহিম আবা আল-খাইল বলেছেন, চালকের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। নিরাপত্তা বিধি না মেনে তখন সে ধুমপান করছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 
সাভারে ৫ গাড়িতে আগুন : ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
X
Fresh