• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘পরমাণু চুক্তিতে ফিরলেও ইরানের ওপর নি'ষেধাজ্ঞা থাকবে’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১২:৫৪
Blinken anticipates hundreds of sanctions on Iran to remain in place
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তার দেশ যদি ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরেও আসে তবুও তেহরানের ওপর ‘শত শত’ নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর আবর নিউজের।

ছয় জাতির সঙ্গে ২০১৫ সালে পরমাণু চুক্তি করে ইরান। তবে ২০১৮ সালে সেই চুক্তি থেকে এককভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন...ঘৃণা দ্বারা প্রভাবিত হয়ে গাড়িচাপায় ওই মুসলিম পরিবারকে হত্যা: ট্রুডো

চলতি বছর ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই ইস্যুতে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করে।

সিনেটের এক শুনানিতে ব্লিনকেন বলেন, যদি যুক্তরাষ্ট্র ওই চুক্তিতে ফিরেও যায় তাহলে ট্রাম্প প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞাসহ যেসব নিষেধাজ্ঞা রয়েছে তা বহাল থাকবে বলেই আমি মনে করি।

তিনি বলেন, ইরান যদি ওই চুক্তির শর্তের ব্যাপারে ধারাবাহিকতা বজায় না রাখে এবং আচরণ পরিবর্তন না করে তাহলে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ইউরোপীয় কূটনীতিকদের মাধ্যমে ভিয়েনায় ওই আলোচনা চলছে। তবে নিষেধাজ্ঞা তোলা বা না তোলার বিষয় নিয়ে আলোচনা আটকে আছে।

বাইডেন প্রশাসন বলছে, ইরান চুক্তির শর্ত মানলে তারা ট্রাম্পের আরোপ করা তেল রপ্তানির নিষেধাজ্ঞাসহ বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি আছে।

তবে ইরান সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে বাইডেন প্রশাসন বলছে, মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন গ্রুপকে ইরানের সহায়তার উদ্বেগ থেকে কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh