• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জর্ডানি বাহিনীর গু'লিতে ই'সরায়েলি সেনা আ'হত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ২৩:৩৭
Israeli soldier wounded in exchange of fire with Jordanian soldiers
সংগৃহীত

ইসরায়েলের মারিভ পত্রিকা জানিয়েছে, জর্ডানি বাহিনীর গুলিতে দেশটির একজন সেনা আহত হয়েছে। অধিকৃত ফিলিস্তিন এবং জর্ডান সীমান্তে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির পর ওই সেনা আহত হয়। গত শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পত্রিকাটি।

আরও পড়ুন... মা-মেয়ের একজনই স্বামী, ভাগ করে নেন শয্যাও

পত্রিকার খবরে বলা হয়, ভুল বোঝাবুঝির কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনারা আরবি কথা শুনতে পায়। এসময় তারা কমান্ড পোস্টে ফোন দেয়। তখন ওই আরবি ভাষাভাষীদের গ্রেপ্তারের নির্দেশ পায় ইসরায়েলি সেনারা।

তখন জর্ডানি সৈন্যদের গ্রেপ্তারের চেষ্টা করে ইসরায়েলি সেনারা। এসময় শূন্যে গুলি ছোড়ে তারা। তবে জর্ডানি সেনারা খুব কাছে থেকে সরাসরি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ইসরায়েলি সেনা আহত হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh