• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘ইরান প'রামাণু অ'স্ত্রের অধিকারী হতে পারে কয়েক সপ্তাহের মাঝে’

আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১৫:২৭
অ্যান্তোনি ব্লিনকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন জানিয়েছেন, ইরান যে গতিতে উচ্চ শক্তিসম্পন্ন ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে দেশটির পক্ষে পরমাণু অস্ত্র বানানো মাত্র কিছু সপ্তাহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, সোমবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দেশটির আইনপ্রণেতাদের জানান, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরান ফিরে আসবে কি না তা স্পষ্ট নয়। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি চালু রয়েছে। ইরান এখন একটি পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে রয়েছে। যদি তাদের কর্মসূচি এভাবে চলতে থাকে, তাহলে শিগগির তারা কয়েক সপ্তাহে তা করে ফেলবে।

গত এপ্রিল মাসে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে সফলভাবে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, আমরা পরমাণু অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছি না, যদি আমরা অস্ত্র বানাতে চাই তবে কেউ আমাদের রুখতেও পারবে না।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন
গাজার পরিস্থিতি ‘একেবারেই অগ্রহণযোগ্য’ : ব্লিঙ্কেন
X
Fresh