• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাড়িচা'পা দিয়ে মুসলিম পরিবারের চারজনকে হ'ত্যা করলো যুবক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ০৯:৩৪
গাড়িচাপা দিয়ে মুসলিম পরিবারের চারজনকে হত্যা করলো যুবক
এই মুসলিম পরিবারেরই চার সদস্য বিদ্বেষের শিকার হয়ে জীবন দিয়েছেন - সংগৃহীত ছবি

কানাডার ওন্টারিওতে রাস্তা পার হওয়ার জন্য ব্যস্ত সড়কের পাশে দাড়িয়ে ছিলেন এক মুসলিম পরিবারের ৫ সদস্য। হঠাৎ করেই এক যুবক তাদের ওপর ট্রাক চালিয়ে দেন। এঘটনায় ৫ জনের মধ্যে ঘটনাস্থলেই নিহত হন ওই মুসলিম পরিবারের ৪ সদস্য।

নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী দু’জন নারী ছিলেন। এছাড়া নিহত হন ১৫ বছরের এক কিশোরীসহ ৪৬ বছরের এক ব্যক্তি। কোন মতে বেঁচে ফিরেছে নয় বছর বয়সী এক শিশু।

ওই হামলাকারীর নাম নাথানিয়াল ভেল্টম্যান। বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে সে এ হামলাটি চালিয়েছেন, যাকে হেইট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে।

মূলত মুসলিমদের ওপর নির্যাতন ও দমন পীড়নের উদ্দেশেই বিদ্বেষী গ্রুপগুলো এ ধরণের হামলা চালিয়ে থাকে। তদেন্তে জানা গেছে, ভেল্টম্যান উদ্দেশ্যমূলক ভাবেই পূর্বপরিকল্পনা করে এই হামলা চালিয়ে ওই মুসলিমদের হত্যা করেছে।

হামলার পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ওন্টারিও পুলিশ সুপার বলেছেন, হত্যার ধরন দেখে এটি হেইট ক্রাইম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে আরও পর্যবেক্ষণ দরকার।

এর আগেও ২০১৭ সালেও কানাডায় হেইট ক্রাইমে হত্যার শিকার হন ছয় মুসলিম। এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি হতাহত পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন। সূত্র : আল জাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh