• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জেরুজালেমের সেই মুনাকে তুলে নিয়ে গেল ব'র্বর ইসরায়েলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৮:৩৬
জেরুজালেমের সেই মুনাকে তুলে নিয়ে গেল বর্বর ইসরায়েলি পুলিশ
বাড়ি থেকে মুনা আল-কুর্দকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসীরা - ভিডিও থেকে নেয়া ছবি

অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনি বসতি উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের কর্মী মুনা আল-কুর্দকে আটক করেছে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। রোববার সকালে শেখ জাররাহে নিজ বাড়ি থেকে ২৩ বছর বয়সী এই অ্যাক্টিভিস্টকে আটক করা হয় বলে জানায় ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো।

মুনার বাবা নাবিল আল-কুর্দ সাংবাদিকদের বলেন, ইসরায়েলি পুলিশ তাদের বাসায় এসে তার মেয়েকে আটক করে নিয়ে যায়। একই সাথে পুলিশ মুনার জমজ ভাই মোহাম্মদকে খুঁজতে থাকে। মোহাম্মদ এই সময় ঘরে না থাকায় নাবিল আল-কুর্দের হাতে এক নোটিস ধরিয়ে দেয়া হয়- তার ছেলে মোহাম্মদকে থানায় আত্মসমর্পণের জন্য।

নাবিল জানান, পুলিশ তার মেয়েকে অধিকৃত পূর্ব জেরুজালেমের সালাহউদ্দিন স্ট্রিটের পুলিশ স্টেশনে নিয়ে গেছে।

গত ২৫ এপ্রিল শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলি আদালতের আদেশের পর ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভে সামনের সারিতে ছিলেন দুই ভাইবোন মোহাম্মদ ও মুনা আল-কুর্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগে শেখ জাররাহ রক্ষার প্রচারণা অভিযান তারাই প্রথম শুরু করেন।

এর আগে প্রথম ২০০৯ সালে শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে ইসরাইলি বসতি স্থাপন করা হয়। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh