• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হা'মাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের তিন শতাংশও ক্ষতি করতে পারেনি ই'সরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ২২:৩৮
হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের তিন শতাংশও ক্ষতি করতে পারেনি ইসরায়েল
হামাসের নেতারা বলেছেন, ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে - সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অধিকৃত গাজার হামাস নেতারা বলেছেন দখলদার ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত মাসের রক্তক্ষয়ী সংঘাতের সময় ইহুদিবাদি ইসরায়েল বলেছিল হামাসের এই টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা তাদের প্রধান লক্ষ্য।

হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার শনিবার এক বক্তৃতায় ইসরায়েলের সামরিক লক্ষ্য হামাস কীভাবে ব্যর্থ করে দিয়েছে তা আলাদা আলাদা ভাবে তালিকা করে তুলে ধরেন। সিনওয়ার তার ওই বক্তৃতায় হামাসের দিক থেকে আবার একবার বিজয় দাবি করেছেন।

আরও পড়ুন...প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ভাই-বোনের এক রশিতে আত্মহ'ত্যা!

সিনওয়ার বলেন, সন্ত্রাসী ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্কের তিন শতাংশের কম ধ্বংস করতে পেরেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস যারা গাজা নিয়ন্ত্রণ করে, দখলদার ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাদের নজিরবিহীন ক্ষতিসাধন করতে পেরেছে বলে যে দাবি করেছিল।

সিনওয়ার গত মাসের ১১ দিনের লড়াইকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক সক্ষমতার একটি মহড়া বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, এই সংঘাতে হামাস বেশি শক্তিশালী পক্ষ হিসাবে উঠে এসেছে। সূত্র : বিবিসি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh