• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাতভর হা'মলা চালিয়ে ১০০ গ্রামবাসীকে হ'ত্যা করলো স'ন্ত্রাসীরা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৯:৩০
রাতভর হামলা চালিয়ে ১০০ গ্রামবাসীকে হত্যা করলো সন্ত্রাসীরা 
সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ১০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দেশটির সরকার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, আক্রমণকারীরা শুক্রবার রাতে নাইজারের সীমান্তবর্তী ইয়াগা প্রদেশের সোলহান গ্রামে হামলা চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে, তারা ঘরবাড়ি ও বাজারও পুড়িয়ে দেয়। দেশটির সরকার হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করলেও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এ হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিক হিসাবে জানিয়েছে সরকার। এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তারা।

চলতি বছরের শুরু থেকেই পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা প্রবলভাবে বৃদ্ধি পায়; বিশেষ করে ওই অঞ্চলের বুরকিনা ফাসো, মালি ও নাইজারে। অধিকাংশ সময় বেসামরিক নাগরিকরাই এসব হামলার শিকার হচ্ছে। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh