• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উল্টে গেলো ম'দবোঝাই গাড়ি, বোতল কুড়াতে ভিড়!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৩:০৫
crowd was attacked by overturned liquor carts and bottles in India
সংগৃহীত

রাস্তায় উল্টো গেলো বিদেশি মদ ভর্তি টেম্পো গাড়ি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রত্যক্ষদর্শীরা ছুটে আসে ঘটনাস্থলে। কিন্তু চালককের দিকে নজর দিয়ে সময় নষ্ট করলেন না তারা। করোনা বিধিকে তোয়াক্কা না করেই বোতল কুড়োতে ঝাঁপিয়ে পড়ে সুরা প্রেমীরা। খবর জি নিউজের।

মদ সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় জমে যায়। ট্রাফিক জ্যাম লেগে যায় রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে শেষে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খরিদা থেকে মালঞ্চের দিকে যাওয়ার সময় অতুলমনি স্কুলের কাছে ম্যাটাডোর ভর্তি বিদেশি মদের গাড়ি উল্টে যায়।

এরপরই দুর্ঘটনা নিয়ে মানুষ যত না চিন্তিত, তার চেয়েও দীর্ঘদিন তৃষ্ণার্ত থাকা সুরা প্রেমীরা মদের বোতল কুড়োতেই ব্যস্ত হয়ে পড়ে।

এর আগে অবশ্য গত ১ জুন থেকে খুলে দেয়া হয়েছে মদের দোকান। মদপানের আশায় তারা পৌঁছে গেছে দোকানেও। কার্যত দোকানে দোকানে মদের জোগান দিতে সাপ্লাই দেয়া হচ্ছে মদ। অতিরিক্ত মাল বোঝাই থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh