• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় বিধ্বস্ত ভারতে আবারও বেড়েছে মৃ’ত্যুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ০৯:৪৯
করোনায় বিধ্বস্ত ভারতে আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা 
ছবি: সংগৃহীত

করোনায় ভারতে গত দুদিন মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে প্রাণহানি। গেল ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৭৬ মানুষ। তবে আক্রান্ত নিম্নগামী।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবারের আগে একদিনে মৃত্যু ছিল ২ হাজার ৭৩২। গত দুদিনের তুলনায় শেষ একদিনে দেশটিতে করোনায় মৃত্যু বেড়েছে।

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ২০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ২৭ হাজার ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৮০১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ২৭ হাজার ১৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩৩২ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh