• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এয়ার ইন্ডিয়ার ৪৫ লাখ যাত্রীর ক্রেডিট কার্ডসহ ব্যক্তিগত তথ্য হ্যাক

অনলাইন ডেস্ক
  ০৪ জুন ২০২১, ২০:০৪
এয়ার ইন্ডিয়ার ৪৫ লাখ যাত্রীর ক্রেডিট কার্ডসহ ব্যক্তিগত তথ্য হ্যাক
সংগৃহীত ছবি

ভারতের জাতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার প্রায় ৪৫ লাখ যাত্রীর তথ্য হ্যাক হয়ে গেছে।

হ্যাকারদের কবলে চলে গেছে সংস্থাটির ভোক্তাদের টিকিট, পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ফোন নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য।

এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভারে মজুদ থাকা সংস্থার সব তথ্য হাতিয়ে নেয়া হয়েছে।

যাত্রীদের সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া। যে যে যাত্রী এই জালিয়াতির শিকার হয়েছেন, তাদের মেসেজ করে বিষয়টি জানিয়েছে সংস্থা।

এদিকে এই খবরে এয়ার ইন্ডিয়ার নিয়মিত যাত্রীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই হ্যাকারদের আক্রমণেরও শিকার হয়েছেন। সূত্র : ইন্ডিয়া টুডে

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh