• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আল আকসায় হানা দিতে আমিরাতের সহায়তা চাইলো ই'সরায়েলি গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ০৯:০৯
Extremist Israeli group requests UAE ambassador helps raid Al-Aqsa Mosque
সংগৃহীত

ইসরায়েলের একটি চরমপন্থী গ্রুপ আল আকসা মসজিদে হানা দিতে দেশটিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছে। এ লক্ষ্যে ওই কূটনীতিক মোহামেদ আল খাজাকে একটি চিঠি পাঠিয়েছে টেম্পল মাউন্ট হেরিটেজ ফান্ড গ্রুপ। খবর আল আরাবির।

ইসরায়েলি রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, এই গ্রুপটি যখন পরবর্তী বার মুসলিমদের প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্রতম স্থানে প্রবেশ করবে তখন আমিরাতি কূটনীতিকের সাহায্য চেয়েছেন। এসময় তিনি তাদের কর্মীদের কাছেও সাহায্য চেয়েছেন।

ওই গ্রুপটি বলছে, পবিত্র এই মসজিদে ঢুকে ইহুদি অ্যাসোসিয়েন তাদের শক্তি প্রদর্শনে বিক্ষোভ করবে। তারা বলছেন, ইহুদিরা সবসময় স্বপ্ন দেখেছে যে, এমন একদিন আসবে যখন টেম্পল মাউন্ট মুক্ত হবে। এর মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ নিতে চাইছে ইহুদিরা। কেননা আল আকসা তাদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ১৯২৪ সাল থেকে জর্ডানের নিয়ন্ত্রণে রয়েছে আল আকসা মসজিদ। তবে সম্প্রতি আল আকসা মসজিদকে ঘিরে নতুন করে সংঘর্ষ হয়। ১১ দিনের ওই সংঘর্ষে ২৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলেও ১৩ জনের মৃত্যু হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh