• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভেনেজুয়েলায় দুটি যু'দ্ধজাহাজ পাঠাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জুন ২০২১, ১৭:১১
Two Iranian warship heading towards Venezuela
সংগৃহীত

ইরানের দুটি যুদ্ধজাহাজ আফ্রিকার পূর্ব উপকূল ধরে দক্ষিণে অগ্রসর হচ্ছে। মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, ওই যুদ্ধজাহাজ দুটি সম্ভবত ভেনেজুয়েলার দিকে যাচ্ছে। খবর দ্য জেরুজালেম পোস্টের।

যুক্তরাষ্ট্র ওই জাহাজ দুটির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। ওই বহরে একটি ফ্রিগেট এবং মাকরান রয়েছে। এই যুদ্ধজাহাজ দুটি দক্ষিণ আমেরিকায় ইরানের মিত্র দেশের দিকে অগ্রসর হচ্ছে। তবে তাদের গন্তব্য, কার্গো এবং লক্ষ্য স্পষ্ট নয়।

যদি ইরান সত্যিই দক্ষিণ আমেরিকার দিকে ওই জাহাজ দুটি পাঠায়, তাহলে যুক্তরাষ্ট্রের পেছনে গোলকধাঁধাঁময় একটি পদক্ষেপ নিয়েছে তারা। কেননা ইরানের পরমাণু চুক্তি নিয়ে ভিয়েনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে তেহরানের।

এমতাবস্থায় যদি এই আলোচনা ফলপ্রসূ হয় তাহলে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে হোয়াইট হাউজ। ওই অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিক অনেকাংশেই ভেঙে পড়েছে।

মাকরান একটি তেলের ট্যাংকার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর আগেও ইরান তার দক্ষিণ আমেরিকার মিত্র দেশটির কাছে তেল পাঠিয়েছে। সবশেষ গত এপ্রিলে ভেনেজুয়েলাকে তেল পাঠিয়েছিল ইরান।

ভেনেজুয়েলা এবং ইরান দুই দেশের ওপরই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তাই সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর হয়েছে। যদিও বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। এমনকি এক সময় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ ছিল ভেনেজুয়েলা।

কিন্তু দেশটিতে এখন জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই সংকট কমাতেই ইরান ভেনেজুয়েলায় তেল পাঠাচ্ছে। পলিটিকো জানিয়েছে, ওই জাহাজ দুটি না ভিড়তে দিতে ভেনেজুয়েলা সরকারকে পরামর্শ দেয়া হয়েছে। যদিও তাদের অবস্থান এখনও স্পষ্ট নয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh