• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আকাশ থেকে বরফখণ্ড পড়ে চাল ভেঙে ঢুকলো ঘরের মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২১, ০৯:৪৪
আকাশ থেকে হঠাৎ বরফের চাই পড়ে চাল ভেঙে ঢুকলো ঘরের মধ্যে
সংগৃহীত ছবি

মেঘমুক্ত ঝকঝকে দিন। হঠাৎ বড়সড়ো আকৃতির একটি বরফখণ্ড পড়লো আকাশ থেকে। তাও আবার একেবারে বাড়ির ওপর। অমনি চাল ভেঙে তা সোজা ঢুকে গেল ঘরে। ভাগ্য ভালো যে কেউ হতাহত হয়নি এ ঘটনায়।

স্থানীয় মার্টিন কাউন্টি শেরিফ অফিসের ফেসবুক পেজে দেয়া হয়েছে বড়সড় ফুটো হওয়া ঘরের চাল ও বরফের চাঁইয়ের ছবি। এর উৎস ঠিক কী এখনো নিশ্চিত নয় তারা।

তবে এর পক্ষে বিভিন্ন তত্ত্ব দেয়ার চেষ্টা চলছে। অনেকেই এটিকে এলিয়েন বা ভিনগ্রহীদের কারসাজি বলছে। আরেক দল বলছে, কোনো পণ্যবাহী অ্যারোপ্লেন থেকে পড়েছে বরফটি।

স্থানীয়দের দাবি, এমনটা আগেও বেশ কয়েকবার হয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, প্রাকৃতিকভাবেও আকাশে বরফখণ্ড সৃষ্টি হতে পারে, যা পড়তে পারে।

অবাক করার মতো তথ্য হচ্ছে, বাড়ির ছাদে পড়ায় তার খানিকটা অংশ ভেঙে মেঝেতে পড়লেও বরফের চাঁই অক্ষত আছে। বেশিরভাগ বিজ্ঞানীরা এলিয়েন তত্ত্ব মানতে না চাইলেও এ নিয়ে আগ্রহ বাড়ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগনও। বারাক ওবামা প্রেসিডেন্ট পদে থাকাকালীন এ নিয়ে যথেষ্ট ঘাঁটাঘাঁটিও হয়েছে। সূত্র : এনওয়াই পোস্ট

টিএস/পি

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh