• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জর্ডান থেকে আসা ড্রোন ভূপাতিত করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১৭:৫৫
Israeli army intercepts drone near Jordan Valley
সংগৃহীত

জর্ডানের দিক থেকে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে জর্ডান উপত্যকার কাছে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদরায়ি বলেছেন, ইসরায়েলি সীমান্তবর্তী জর্ডান উপত্যকার ওয়াদি এল-আইয়ুন এলাকায় ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এটি ইসরায়েলের দিকে আসছিল।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ওই ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি।

ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, গত ১০ মে থেকে গাজায় অভিযান শুরুর পর এই নিয়ে সাতবারের মতো ড্রোন ভূপাতিত করেছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ দিন ধরে হামলায় কমপক্ষে ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬১ জন শিশু ও ৩৬ নারী রয়েছে। আর আহত হয়েছে ১৪০০ জন।

এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের ছোঁড়া রকেট হামলায় ১০ ইসরায়েলিও নিহত হয়েছে। আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা এবং শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে সাম্প্রতিক এই উত্তেজনা দেখা দেয়।

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
X
Fresh