• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৯:২৮
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পোপ ফ্রান্সিস। এই সংঘাত অবসানের আহ্বান জানিয়ে রোববার (১৬ মে) তিনি বলেন, গাজায় ইসরায়েলি বর্বরোচিত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক ভাষণে পোপ বলেন, গাজায় সম্প্রতি ইসরায়েলের হামলায় শিশুসহ অনেক নিরীহ মানুষ মারা গেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি শান্তি বজায় রাখতে এবং অস্ত্রের ঝনঝনানির অবসান ঘটাতে এর সঙ্গে জড়িতদের কাছে আবেদন জানাচ্ছি।

পোপ আরও বলেন, ‘অনেক নিরীহ মানুষ মারা গেছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। এটি যেমন ভয়াবহ তেমনি অগ্রহণযোগ্য। তাদের মৃত্যু এটি প্রমাণ করে যে তারা মানুষের ভবিষ্যত গড়তে চায় না। তারা সভ্যতাকে ধ্বংস করতে চায়।’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) ভোরে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু ও নারীসহ নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
বাংলাদেশ-ফিলিস্তিন প্রথমার্ধে সমতা
X
Fresh