• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, মৃতের সংখ্যা বেড়ে ১৭০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ০৯:০৮
gaza palestine israel, rtv online, hamza choudhury
ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজা ও পূর্ব উপকূলে হামলার সপ্তম দিনে তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।

রোববার মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত দেড়শ’ বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

এনিয়ে গাজায় মোট মারা গেছে ১৫৩ জন। পশ্চিম তীরে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

সীমান্ত থেকে চালানো হয়েছে কামানের গোলাও। এতে প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সুরঙ্গ ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার বাড়ি ধ্বংস হয়ে গেছে।

যতদিন প্রয়োজন হামলা অব্যাহত রাখা হবে বলে উল্লেখ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। যাতে এ পর্যন্ত নিহত হয়েছে দশজন ইসরায়েলি।

আল জাজিরাসহ গাজায় আন্তর্জাতিক গণমাধ্যমের ভবন ধ্বংস করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।
এদিকে ফিলিস্তিনের প্রতি সহমর্মীতা জানিয়ে, বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে।

এসময় জো বাইডেনের ঈদ পার্টি বর্জনে আহ্বান জানান, মুসলিম নেতারা। আর পরিস্থিতি নিয়ে এদিন বৈঠকে বসার কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
ইসরায়েলকে সহায়তা করায় উত্তাল জর্ডান
ইসরায়েলি হামলার সেকেন্ডের মধ্যে জবাব দিতে প্রস্তুত ইরান
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আমদানিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh