• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ২০:২৫
ফিলিস্তিনে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল
ফিলিস্তিনে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল

গাজার নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েল বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদারা শনিবার (১৫ মে) বলেছেন, ইসরায়েলি হামলায় শহীদ কয়েকজনের মৃতদেহ পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান।

আরবি ভাষার স্কাই নিউজ চ্যানেলও গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে, এরইমধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গত সোমবার থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার খুনী ইসরাইল। এ পর্যন্ত শহীদদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh