• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবার উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘তওকত’, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৬:৫০
মঙ্গলবার উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘তওকত’, সতর্কতা জারি
মঙ্গলবার উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘তওকত’, সতর্কতা জারি

সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তওকত’ উপকূলের দিকে ধেয়ে আসছে। মঙ্গলবার এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে ভারতের গুজরাট উপকূলে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি ‘মারাত্মক ঘূর্ণিঝড়ে’পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাট ও দিউ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানায়, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট ও মহারাষ্ট্রে জাতীয় বিপর্যয় মেকাবিলা বাহিনীর পঞ্চাশটিরও বেশি দল মোতায়েন করা হয়েছে। রোববার পর্যন্ত কেরালা, কর্ণাটক ও গোয়ার উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ধসের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি ও ধস হতে পারে গুজরাটের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে। নিম্নচাপের লাক্ষাদ্বীপের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে তামিলনাড়ু ও রাজস্থানের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রতীরে পর্যটকদের যাওয়া-আসা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইতোমধ্যেই নৌবাহিনীর জাহাজ, বিমান, হেলিকপ্টার ইত্যাদি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকেও ব্যবহার করা হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত, সতর্কতা জারি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সতর্কতা জারি
X
Fresh