• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাউথওয়াশ অর্ডার করে মোবাইল ফোন পেয়ে যা করলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৪:১৬
mumbai man places order for mouthwash on amazon gets redmi note 10 instead
সংগৃহীত

অনলাইনে অর্ডার করে অন্য জিনিস হাতে পাওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের এক বাসিন্দার সঙ্গে। খবর হিন্দুস্তান টাইমসের।

লোকেশ দাগা নামের এক ব্যক্তি মাউথওয়াশ অর্ডার করেছিলেন। কিন্তু এর পরিবর্তে যা পেলেন তিনি তাতে পুরোই অবাক হয়ে গেছেন লোকেশ। তার ঠিকানায় মাউথওয়াশের পরিবর্তে চলে আসে নতুন রেডমি নোট ১০ মোবাইল ফোন।

ভুল জিনিস পাওয়ার পর নিজেই টুইট করে অ্যামাজনকে এ কথা জানান লোকেশ। তিনি লিখেন, মাউথওয়াশ অর্ডার করেছিলাম কিন্তু এর পরিবর্তে রেডমি নোট ১০ পেয়েছি। ছবি দিয়ে লোকেশ আরও লিখেন, মাউথওয়াশটি অফেরতযোগ্য ছিল। তাই অ্যাপের মাধ্যমে তিনি এটা ফেরত দিতেও পারছেন না।

আরেক টুইটে বিল সংক্রান্ত একটি সমস্যার কথাও সামনে আনেন লোকেশ। প্যাকেজে তার নাম থাকলেও বিলে অন্য কারও নাম রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনা সামনে আসার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বলছেন, স্থানীয় দোকান থেকে মাউথওয়াশ কিনে ভুলবশত পাওয়া রেডমি নোট ১০ তার নিজের কাছে রেখে দিতে। আবার অনেকেই লোকেমের সততার প্রশংসা করেছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হারানো ১০৯ মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো পুলিশ
ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় ধনী, শীর্ষে কে?
বাংলাদেশে ফের নকিয়া ফোন উৎপাদন শুরু
নোয়াখালীতে পাওয়া যাবে আকর্ষণীয় ফিচারের মোবাইল ফোন রিভো
X
Fresh