• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিবিসি’র লাইভে দেখা গেলো গাজায় বহুতল ভবন ধসে পড়ছে (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৪:০৮
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একটি বহুতল ভবন ধসে পড়ার ভিডিও সরাসরি প্রচার করেছে বিবিসি।

গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিবিসি’র সাংবাদিক আদনান এলবুরশ আল জোহারা টাওয়ারে পাশেই আরেকটি ভবনের ছাদে যখন লাইভ প্রচার করছিলেন তখনই বোমা হামলায় বহুতল ভবনটি ধসে পড়ে।

শুক্রবার রাতে বিবিসি অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রতিবেদক কথা বলা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার পেছনে দৃশ্যমান ওই বহুতল ভবনের সামনে বোমা পড়ে। পরক্ষণেই কী ঘটতে যাচ্ছে তা না বুঝতে পেরে তারা ভিডিও চালু রাখেন। সেই মুহূর্তে ভবনটির নিচের দিকে উপর্যুপরি বোমা বর্ষণ করা হয়। ব্যাপক আগুনের কুণ্ডলীতে ছেয়ে যায় ভিডিওস্ক্রিন।

অপরদিকে টিভি স্টেশনে থাকা উপস্থাপক মোহাম্মদ সাইফ জিজ্ঞেস করতে থাকেন, আদনান আপনি ঠিক আছেন কি?

এদিকে, গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
আল-শিফা হাসপাতাল ছেড়েছে ইসরায়েলি বাহিনী
এক বাড়িতে হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা ইসরায়েলের
গাজা উপত্যকায় মৃত্যু বেড়ে ৩০ হাজার ৫৩৪
X
Fresh